হঠাৎ বৃষ্টি
সোজা পথ ধরে প্রকৃতি সরব
কখনও বা চলে বেকে,
গতরাত হতে হঠাৎ বৃষ্টি
নেমেছে আকাশ থেকে।
ধান লাগানোতে ব্যস্ত কৃষক
নেই সেথা প্রহসন,
বিপদে পড়েছে পাড়া গায়ে যারা
খেটে খাওয়া লোকজন।
রাস্তার কাজও সাময়িক থেমে
শ্রমিকেরা ঘরে বসে,
পরিবার নিয়ে মহা সংকটে
পোড়া কপালেরই দোষে।
পিচ রোড ফাঁকা যাত্রীও কম
মাঝে মাঝে আসে অটো,
গন্তব্যতে পৌঁছাতে দেরী
হবে তাই পিছু হটো।
ব্যসায়ীরাও অলস সময়ে
তবে আরও বহু চাওয়া,
খিচুড়ি মাংস পোলাও রুটিতে
তিন বেলা ভালো খাওয়া।
বিলাসী জীবনে চাকরিজীবীরা
পুরো বাড়ি সবই পাকা,
ব্যাংক লকারেতে প্রতি মাসে জমে
কাঁড়ি কাঁড়ি নোট টাকা।
ঈদ পুজা যিশু মসিহী জন্মে
মার্কেটে ছুটোছুটি,
বৈশাখী ভাতা পেলে শুরু হয়
পরিবারে খুনসুটি।
এক তলা শেষে দিতলের কাজ
শুরু হবে জমি কেনা,
কোনো দোকানেই বাকি নেই মোটে
কভু করে নাকো দেনা।
প্রেমিক প্রেমিকা ইমো হোয়াটস অ্যাপে
গোপনে করছে চ্যাট,
ক্রিকেট প্রেমিরা পারে না এখন
মাঠে নেমে ক্রিজে ব্যাট।
শিশুরা বন্দী ঘরের দুয়ারে
চলে সাপ লুডু খেলা,
দুষ্টু ছেলেরা পুকুরের জলে
বেয়ে যায় কলা ভেলা।
হঠাৎ এ বৃষ্টি কারও অনুকূলে
কারও চোখে আনে পানি,
বিধাতার চালে লাভ ক্ষতি কিবা
আমরা কি বলো জানি!
রায়হান চৌধুরী
সহকারী প্রধান শিক্ষক, জুড়ানপুর মাধ্যমিক বিদ্যালয়