অমিত হাসানের ‘না’।। কোভিড মহামারিকে কেন্দ্র করে শুরু হচ্ছে ম্যুভমেন্টের ওপর কঠোর নিষেধাজ্ঞা

ইমরুল শাহেদঃ

৯৭

অমিত হাসানের ‘না’।। কোভিড মহামারিকে কেন্দ্র করে শুরু হচ্ছে ম্যুভমেন্টের ওপর কঠোর নিষেধাজ্ঞা

 

ইমরুল শাহেদঃ
এ সময়ে কি করবেন অমিত হাসান? তিনি বলেন, ‘আমি তো আছি না নিয়ে। সীমানা, যন্ত্রণা, মাসুদ রানা ছবির কাজ স্থগিত হয়ে গেছে। করোনায় চলাফেরায় না। সেটাই মেনে চলব।’ তিনি বলেন, ‘আপাতত না-তেই থাকি। আরেকটু খোলসা করে বলি। আগে মাঝে মধ্যে শপিংয়ে যেতাম। এখন সেটাও না। আমি যেহেতু মুসলমান, চেষ্টা করি সকালে উঠে ফজরের নামাজটা আদায় করতে। তার সঙ্গে কোরআন পাঠ। ঠিক করেছি ২৭ রোজার মধ্যে কোরআন খতম দিয়ে ফেলব। কারণ পাঁচ ওয়াক্ত নামাজের পরই আমি প্রতিদিন কোরআন পাঠ করি।’ ঢাকার চলচ্চিত্রে অমিত হাসান একজন ভিন্ন ধরণের অভিনেতা। তিনি সততা দিয়েই জীবন যাপন করেন। নায়ক হিসেবে চলচ্চিত্রে এলেও পরে চরিত্রান্তর ঘটিয়ে তিনি খল-নায়ক হিসেবে কাজ শুরু করেন। অপরিসীম অভিনয় দক্ষতার অধিকারী অমিত হাসান ১৯৯০ সাল থেকে ২০২০ পর্যন্ত প্রায় ৫ থেকে ৬শ ছবিতে অভিনয় করেছেন। তার বিদ্রোহী ছবিটি বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে। ১৯৮৬ সালে ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতার মাধ্যমে তিনি চলচ্চিত্রের সঙ্গে সম্পৃক্ত হন। ১৯৯০ সালে ছটকু আহমেদ পরিচালিত চেতনা ছবিতে অভিনয়ের মধ্যদিয়ে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। একক নায়ক হিসেবে মনোয়ার খোকনের জ্যোতি ছবি দিয়ে শুরু হয় তার সাফল্য। ২০১২ সালে ভালোবাসার রঙ ছবির মাধ্যমে তিনি খলনায়ক চরিত্রে অভিনয় শুরু করেন।

এই বিভাগের আরও খবর