ঐতিহাসিক স্বাধীনতা সড়ক পরিদর্শন

হাফিজুর রহমান স্টাফ রিপোর্টার

১৯৭

মুজিবনগর-কলকাতা নিয়মিতভাবে চালু রাখা এবং ইমিগ্রেশন চেকপোস্ট স্থাপনের লক্ষ্যেঐতিহাসিক স্বাধীনতা সড়ক পরিদর্শন করেন মাননীয় প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন এমপি

জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন এমপি মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টা ও নির্দেশনায় স্বাধীনতা সড়ক (মুজিবনগর-কলকাতা) নিয়মিতভাবে চালু রাখা এবং ইমিগ্রেশন চেকপোস্ট স্থাপনের লক্ষ্যে জনাব মোঃ আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী, অতিরিক্ত সচিব, নিরাপত্তা ও বহিরাগমন, সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় মহোদয়ের নেতৃত্বে একটি কমিটি ১৭.০১.২০২১ তারিখ ঐতিহাসিক স্বাধীনতা সড়ক পরিদর্শন করেন।

এসময় মেহেরপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান স্যারের সার্বিক ব্যবস্থাপনায় পরিদর্শনকারী দলে জনাব এ এস এম জাকির হোসেন, যুগ্মসচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনাব মোঃ মোস্তফা কামাল মজুমদার, যুগ্মসচিব, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ, সম্মানিত পুলিশ সুপার, মেহেরপুর জনাব এস এম মুরাদ আলি, জনাব মোঃ ইমদাদুল হক, সিনিয়র সহকারী সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়, জনাব মোঃ আক্তার হোসেন, দ্বিতীয় সচিব, জাতীয় রাজস্ব বোর্ডসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর