মেহেরপুরে ৬ টি ইউপি নির্বাচনে ৩ টি নৌকা ও ৩ টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়

২০

তুহিন ইসলাম মেহেরপুর প্রতিনিধি : গতকাল নানা অভিযোগের মধ্যে দিয়ে শেষ হয়েছে ৩য় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই ধাপে মেহেরপুরের ৬ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গননা শেষে বেসরকারীভাবে ভোটের ফলাফল ঘোষনা করা হয়েছে। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেনে ২১ জন প্রার্থী। নৌকা পদ নিয়ে বিজয়ী হয়েছেন ৩ জন আর স্বতন্ত্র হিসাবে জয়লাভ করেছেন ৩ জন প্রার্থী।

মেহেরপুর সদরের ২টি ইউনিয়ন পরিষদের মধ্যে বুড়িপোতা ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীকে জয়লাভ করেছেন মো: শাহজামান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকে ছিলেন রেজাউল ইসলাম রেজা। সদরের কুতুবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারস প্রতীকে বিজয়ী হয়েছেন সেলিম রেজা নৌকা প্রতীকে ইদ্রিস আলীকে হারিয়ে তিনি জয়লাভ করেন। অপরদিকে গাংনী উপজেলায় ৪ টি ইউনিয়ন পরিষদের মধ্যে ধানখোলা ইউনিয়নে জয়লাভ করেছেন নৌকা প্রার্থী আব্দুর রাজ্জাক। রায়পুর ইউনিয়নে আনারস মার্কা প্রতীকে আব্দুর রবকে হারিয়ে বিজয়ী হোন নৌকা প্রার্থী গোলাম সাকলায়েন ছেপু। ষোলটাকা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকে আনোয়ার হোসেন পাশা বিজয়ী হোন, তার নিকটতম প্রতিদ্বন্দী ছিলেন দেলবার হোসেন। কাজীপুর ইউনিয়নে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আলম হোসাইন, তার নিকটতম প্রতিদ্বন্দী ছিলেন আবদুল আলিম। এদিকে নির্বাচনী সময়ে বেশ কিছু কেন্দ্রে জাল ভোট প্রদানের অভিযোগে একটি কেন্দ্রে ভোট গ্রহন সাময়িকভাবে বন্ধ ছিল। বেশ কিছু কেন্দ্রে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটে, এবং কেন্দ্র বিশৃঙ্খলার সৃষ্ঠি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এই বিভাগের আরও খবর