চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের সহযোগিতায় শিশু রাজ কে উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের সহযোগিতায় মানুষিক ভারসাম্যহীন শিশু রাজ কে উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর

১১০

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের সহযোগিতায় মানুষিক ভারসাম্যহীন শিশু রাজ কে উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর

 

হাফিজুর রহমান স্টাফ রিপোর্টার :
গত ইং ২৩/০১/২০ খ্রিঃ চুয়াডাঙ্গা সদর থানার
এস.আই(নিঃ) মোঃ হাসানুজ্জামান, চুয়াডাঙ্গা থানাধীন একাডেমি মোড়ে জরুরী ডিউটিতে নিয়োজিত থাকাবস্থায় মাইক্রোস্টান্ড থেকে একটি কিছুটা মানুষিক ভারসাম্যহীন শিশু মোঃ রাজ(১০)কে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়ে আসে। পরবর্তীতে নারী, শিশু এবং প্রতিবন্ধীদের জন্য বিশেষায়িত সার্ভিস ডেস্কের সহায়তায় জিজ্ঞাসাবাদে উল্লেখিত নাম ঠিকানা জানা যায়। চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার ধুনাই শুরন্দপুর গ্রামে বিশারত বিশ্বাসের ছেলে মোঃ রাজ। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ ওসি আবু জিহাদ ফখরুল আলম খান তৎক্ষণাৎ উল্লেখিত ঠিকানায় যোগাযোগ করলে, গতকাল রবিবার বেলা সাড়ে ১২ টার সময় মোঃ বিশারত বিশ্বাস চুয়াডাঙ্গা সদর থানায় হাজির হয়ে জানান যে, গত ইং ২৩/০১/২০২১ তারিখ সময় অনুঃ দুপুর ১২.০০ ঘটিকায় মায়ের উপর রাগ করে তার ছেলে মোঃ রাজ, নিজ বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল। মোঃ রাজকে নারী, শিশু এবং প্রতিবন্ধীদের জন্য বিশেষায়িত সার্ভিস ডেস্কের সহায়তায় তার পিতার হস্তান্তর করা হয়।

এমন একটি মহৎ কাজ করার জন্য জেলাবাসী এ সচেতন মহল সাধুবাদ জানিয়েছেন।

এই বিভাগের আরও খবর