“জন্মদিন”

১৩৮

“জন্মদিন”

সাংবাদিক রকিবুল হাসান তোতা

যেদিন আমার জন্ম হলো
মাতৃ গর্ভ হতে,
সেদিন হতে একজন হলাম
এই পৃথিবীতে।

সেদিনটাকে মনে রেখে
বছর বছর ধরে,
ধূমধাম করে বাড়ির সবাই
জন্মদিন পালন করে।

বড়োরা দেন আশীর্বাদ
হৃদয় উজাড় করে,
বন্ধুদের শুভ কামনায়
যায় যে প্রাণ ভরে।

জন্মদিনে বাড়িতে বয়
আনন্দেরই জোয়ার,
মালা, চন্দন,দই, মিষ্টি
নানান উপহার।

সকাল থেকে রাত অবধি
আনন্দেতে কাটে,
পরের দিন সকাল হলেই
দু্ঃখে বুক ফাটে।

আবার হবে জন্মদিন
মেতে উঠবে ঘর,
অপেক্ষা করে থাকতে হবে
আবার একটি বছর।

এইভাবে দেখতে দেখতে
বড়ো হলাম যখন,
জন্মদিনের জমজমাটি
কমে গেল তখন।

আগের মতো এখন আর
বসে না চাঁদের হাট,
মা, বাবা বেঁচে নেই আজ
বয়স আমার ষাট।

এভাবেই জন্মদিন পালন
একদিন বন্ধ হবে,
পুত্র,কন্যা,স্ত্রী আমার
সবাই নীরব রবে।

বন্ধ হয়ে যাবে আমার
জন্মদিনের গান,
সেদিন আমার সকল খেলার
হবে অবসান।

এই বিভাগের আরও খবর