টাকার জোরে তুমি গ্রামের ধনী মহাজন 

মো আলমগীর কবীর দলকা লক্ষীপুর

৪৬

টাকার জোরে তুমি হয়েছে,

সমাজের, উচ্চবর্গের ম্যান।
চিন্তা, চেতনা, নেই তো তোমার,
একটু খানিক জ্ঞান।

মহামারিতে সাহায্য করে দাও,
একটু বদনখানি।
তোমার ছোঁয়াতে বেচে যাবে,
আমার সোনামণি।

বড়ো লোকের বিপদ হলে।
সবাই দেখতে আসে।
গরীব যদি অভাবগ্রস্থ হয়,
কেউ থাকে না পাশে।

তোমার মতো নেতা যদি
না থাকে কারো পাশে।
করোনাতে মরে গেলে,
কার কি’বা যায় আসে।

এতো ধনের ধনী তুমি,
মানে না অবুঝ মন।
কোন কদরে হয়েছো তুমি,
গ্রামের মহাজন।

এই বিভাগের আরও খবর